ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন ডলার সাহায্য হিসেবে দেওয়া হয়নি: যুক্তরাষ্ট্র

16 November 2022, 10:54:47

পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য হিসেবে দেওয়া হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই তহবিলটি তিন দশকের পুরোনো চুক্তির অংশ হিসাবে বরাদ্দ করা হয়েছিল। এটি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে এফ-১৬ যুদ্ধবিমান উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল।

ইন্দোনেশিয়ায় চলমান জি-২০ শীর্ষ সম্মেলনের এক সময় এএনআই সংবাদ সংস্থাকে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেড তারার। খবর রিপাবলিক ও হিন্দুস্তান টাইমসের।

তিনি বলেন, এটি দুটি দেশের মধ্যে একটি চুক্তির অংশ ছিল এবং এটি আর্থিক সহায়তার সঙ্গে জড়িত নয়।

জেড তারার দাবি করেন, বিমানটি তিন দশকের পুরোনো এবং সেটির মেরামতের জন্যই খুচরা যন্ত্রাংশগুলো পুরোনো চুক্তির অংশ ছিল।

সন্ত্রাসবাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন সন্ত্রাসবাদ বিষয়টি বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের ওপর কড়া নজর রাখে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: