ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

9 January 2022, 5:16:04

ইউরোপ-আমেরিকায় মহামারি করোনাভাইরাস যেন সুনামির রূপ নিয়েছে। প্রতি দিনই আক্রান্ত ও মৃতের সংখ্যায় ভাঙছে রেকর্ড। ইউরোপের মধ্যে যুক্তরাজ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

মহামারি এ ভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। উপরের সারির অন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত এবং পেরুর। এর পরই যুক্তরাজ্যের অবস্থান। মৃত্যুর দিক থেকে তারা আছে সপ্তম অবস্থানে।

যুক্তরাজ্যে বর্তমানে প্রতিদিন গড়ে লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত এক সপ্তাহে দেশটিতে প্রায় সাড়ে ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭১ জন। যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

শনিবার (৮ জানুয়ারি) নতুন করে আরও ৩১৩ জনের মৃত্যুসহ যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭ জনে। যুক্তরাজ্যই ইউরোপের প্রথম দেশ, যেখানে করোনায় দেড় লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করল।

একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন। শুক্রবার (৭ জানুয়ারি) করোনায় মৃত্যু হয়েছিল ২২৯ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৮ হাজার ২৫০ জন।

যুক্তরাজ্যে ৮ জানুয়ারি পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৮১৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৬ লক্ষ ৩২ হাজার ৪৮৩ জন। তৃতীয় ডোজ (বুস্টার) নিয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: