- শিক্ষককে পিটিয়ে হত্যা: খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
- জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইসরায়েলের
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে কাল
- দেশে ফিরলেন না সাকিব, চলে গেলেন যুক্তরাষ্ট্রে
- তৃতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার
- ফের বাড়ল এলপিজির দাম
- ইউনূস-মোদি বৈঠক হতে পারে নভেম্বরে বিমসটেক শীর্ষ সম্মেলনে : পররাষ্ট্র উপদেষ্টা
- ইমিগ্রেশনে পার হননি, অবৈধ পথে ভারতে পালিয়েছেন আসাদুজ্জামান
মেক্সিকোতে বন্দুকের গুলিতে ৮ জন নিহত
মেক্সিকোর সংঘাতপূর্ণ মধ্যাঞ্চলে বন্দুকহামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে অঞ্চলটিতে প্রায়শই এ ধরনের সহিংসতা ঘটতে দেখা যায়।
বুধবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
আঞ্চলিক প্রসিকিউটর দপ্তর জানায়, মটরসাইকেলে করে আসা দুই বন্দুকধারী মঙ্গলবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের সিলাও পৌরসভায় কয়েকটি বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসব মানুষ প্রাণ হারান।
তারা জানায়, নিহতদের মধ্যে এক ও ১৬ বছর বয়সী কন্যা শিশু রয়েছে।
সান্তা রোসাডিলিমা ও জলিস্কো নিউ জেনারেশনের মাদক ব্যবসায়ীদের মধ্যে লড়াইয়ের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপূর্ণ রাজ্যগুলোর অন্যতম স্থানে পরিণত হয়েছে। দেশটিতে বিভিন্ন অপরাধী চক্র আকর্ষণীয় মাদক পাচার ও চোরাই জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে সংঘাতে লিপ্ত রয়েছে।
গত নভেম্বরের মাঝামাঝি সময়ে একই ধাচের দুই হামলায় ১১ জনপ্রাণ হারান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে শুরু করা মাদক বিরোধী সরকারি অভিযানে এ পর্যন্ত মেক্সিকোতে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: