ইন্টারনেট
সর্বশেষ
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

আত্মঘাতী হামলার পরিকল্পনা, সৌদিতে একজনের মৃত্যুদণ্ড

27 December 2021, 9:26:24

আত্মঘাতী হামলার পরিকল্পনা আর সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতার দায়ে সোমবার সৌদি আরবে ইয়েমেনের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মোহাম্মেদ আল-সাদ্দাম নামে ইয়েমেনের নাগরিক ওই ব্যক্তি আইএসের নির্দেশে বেসামরিক নাগরিকদের সমাবেশে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন।

রাজধানী রিয়াদে সোমবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলেও বিবৃতিতে বলা হয়েছে।

তবে ওই ব্যক্তিকে কবে এবং কোথা থেকে গ্রেফতার করা হয় সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

বিশ্বের শীর্ষ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান প্রথম দিকে। চলতি বছর সৌদিতে প্রায় ৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: