ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতা

21 September 2021, 11:49:10

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতাসহ দেশটির দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। রোববার রাত থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত।

বৃষ্টিতে কলকাতার অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। সোমবার সকালেও বৃষ্টি হয়েছে। দুপুর গড়াতেই কোথাও ছিল হাঁটুসমান পানি, কোথাও কোমর পর্যন্ত।

রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পূর্ণিমা। পূর্ণিমা তিথিতে জোয়ারের পানি অন্য দিনের জোয়ারের তুলনায় বেশি হয়। একে ভরা কোটাল বলে।

ভরা কোটালে কলকাতাবাসীর দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: