ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

পানশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাশতি নিহত

6 September 2021, 10:44:47

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকার ন্যাশনাল রেজিসট্যান্স ফোর্স (এনআরএফ) এর মুখপাত্র ও প্রখ্যাত সাংবাদিক ফাহিম দাশতি এবং আহমেদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আব্দুল ওয়াদুদ জারা তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

আহমদ মাসুদের নেতৃত্বাধীন প্রতিরোধ জোট রবিবার রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে টোলো নিউজ।

ফাহিম দাশতি আফগানিস্তানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আহমেদ শাহ মাসুদের প্রেস সচিব এবং আফগানিস্তান সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি।

ফাহিম দাশতি ও জেনারেল ওয়াদুদ কীভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয় তবে তারা একটি হামলায় একসঙ্গে নিহত হয়েছেন। আহমেদ মাসুদ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আহমেদ শাহ মাসুদের ওপর হামলায় ফাহিম দাশতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এবার পানশিরে আরেক হামলায় তিনি প্রাণ হারালেন।’

পানশিরের দখল নিতে দুই পক্ষ ভয়াবহ লড়াই করছে। এরই মধ্যে অনেক এলাকার দখল নেয়ার দাবি করেছে তালেবান। রবিবার তালেবানের সঙ্গে আলোচনার বসতে প্রস্তুত বলে জানিয়েছেন আহমেদ মাসুদ। তবে তালেবান সেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: