For Advertisement
ঘূর্ণিঝড় হেনরির ভয়াবহ আঘাত, যুক্তরাষ্ট্রে নিহত ২২
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে ভয়াবহ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেনরি। স্থানীয় সময় রবিবার দুপুরের পর ৯৫ কিলোমিটার বেগে রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ অবস্থা টেনেসি অঙ্গরাজ্যের। সেখানে এখন পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক মানুষ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাটাগরি-১ মাত্রার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউজার্সি থেকে শুরু করে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছ পালা।
ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে ক্ষয়ক্ষতি হয়। ব্রিজ ও রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে ৭৪ হাজারে বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরইমধ্যে কানেকটিকাটের বিদ্যুতহীন হয়ে পড়েছে ২০ হাজারের বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের।
খবরে বলা হয়েছে, সোমবার পর্যন্ত এর প্রভাব বজায় থাকবে। আবহাওয়াবিদ হ্যালি ব্রিংক দক্ষিণ নিউ ইংল্যান্ডে টর্নেডো সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore