মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমাইল সাবরি ইয়াকোব। তিনি দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনওর (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা। আজ শুক্রবার (২০ আগস্ট) তাকে এ পদে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত ১৬ আগস্ট রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। তার মন্ত্রিসভারও পতন ঘটে। এতদিন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইসমাইল সাবরি ইয়াকোব।
মালয়েশিয়ার রাজার দফতর জানিয়েছে, পার্লামেন্ট দেওয়ান রাকাইতে আয়োজিত আস্থাভোটে ২২২ জন আইনপ্রণেতার মধ্যে ১১৪ জন ইসমাইল সাবরি ইয়াকোবের পক্ষে ভোট দিয়েছেন।
২০২০ সালে একইভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিদ্দিন ইয়াসিন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: