ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ক্ষমতা গ্রহণ করতে কাবুল ফিরছেন তালেবান নেতারা

18 August 2021, 5:47:52

ক্ষমতা পাকাপোক্ত করতে মোল্লাহ আবদুল গনি বারাদারসহ নির্বাসনে থাকা তালেবানের শীর্ষ নেতারা আজ রাজধানী কাবুলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে মধ্যম সারির তালেবান নেতারা নতুন সরকার গঠন নিয়ে আগের সরকারের রাজনৈতিকদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত তিনদিনে সামরিক বিমানে করে এই পর্যন্ত ২,২০০ জনের বেশি কূটনৈতিক এবং বেসামরিক নাগরিককে সরিয়ে আনা হয়েছে।

কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করেছেন তালেবানের নেতারা। ‘এখন আর লুকোচাপার কিছু নেই,’ রয়টার্সকে বলেছেন একজন জ্যেষ্ঠ নেতা। গত ২০ বছর ধরে এই নেতারা যেভাবে আত্মগোপনে থাকতেন, এটা তার একেবারেই বিপরীত।
যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, সামরিক পরিবহনের চাকায় মানব দেহাবশেষ পাওয়ার একটি ঘটনার ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে। কাবুল থেকে ওই বিমানটি সোমবার ছেড়ে আসে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: