ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

মুকুল এখনও বিজেপিতেই আছেন: দিলীপ

14 August 2021, 11:22:52

বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় এখনও বিজেপিতেই রয়েছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, বাধ্য হয়েই ওই (তৃণমূল কংগ্রেস) দলে গিয়েছেন। ওর যে বাধ্যবাধকতা সেটা আমরাও বুঝি। কিন্তু উনি বিজেপিই আছেন এখনও। এরপর পিএসির প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপি সভাপতি জানান, পিএসি নিয়ে সরকার যে ধরনের ছেলেখেলা করেছে, আমরা তার বিরোধিতা করেছি, বয়কটও করেছি। পিএসির যে প্রথম বৈঠক হল, তাতে মুকুলবাবুই নেই। তা হলে এই ধরনের নাটক কী দরকার ছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, কিছুদিন আগে উপনির্বাচন নিয়ে বলতে গিয়ে তৃণমূল নেতা মুকুল রায় বলেছিলেন, উপ নির্বাচনে তৃণমূল পর্যুদস্ত হবে। পরে জানা যায়, ভুলবশত বলে ফেলেছিলেন তিনি। এবার মুকুলকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতির কথায় মুকুলকে ঘিরে কৌতুহল যে বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে শুক্রবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক করে বের হওয়ার পর মুকুল রায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন- উপনির্বাচনে দাঁড়ালে জিতবেন কিনা?

উত্তরে মুকুল রায় বলেন, ‘‌আবার বিপুল ভোটে জিতব। তবে বিজেপির টিকিটে দাঁড়াতে হবে। তৃণমূলের হয়ে দাঁড়ালে কী হবে, সেটা মানুষ ঠিক করবে।’‌

হিন্দুস্তান টাইমস জানায়, মুকুল এই কথার ব্যাখ্যা তিনি পরে দিয়েছেন, যেখানে বর্ষিয়ান তৃণমূল নেতা জানিয়েছেন, তিনি বিজেপি দল হিসাবে বলেছেন। তিনি স্বাভাবিকভাবেই পুরোপুরি তৃণমূলেই আছেন। মুকুলের এই ব্যাখ্যা দেওয়ার পরও রাজনৈতিক মহলে জল্পনা কমেনি। অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূলে যোগ দেওয়ার পরও মুকুলের মুখে এখনও বিজেপির কথা কেন। আর এই প্রশ্নেই জল্পনাকে আরও বেশি উস্কে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সংক্ষিপ্ত জবাব, ‘‌মুকুল রায়ের কথা যদি বিজেপিকে বুঝতে হয়, তাহলে দিনক্ষণ দেখতে হবে। তৃণমূল আপাতত এই সব নিয়ে কিছু ভাবছে না।’‌

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: