ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত

6 August 2021, 11:01:54

বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরেন্দ্র মোদির সেই প্রতিশ্রুতি পূরণে ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর সেগুলো শিগগিরই ঢাকার উদ্দেশে রওনা হবে।

বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষদিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: