- বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- মা হারালেন রাখি সাওয়ান্ত
- এই সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে: স্পিকার
- ফিল্টার করা নাকি ফুটানো পানি পান করবেন
- যেভাবে রাঁধবেন হাঁসের কাচ্চি ও কালাভুনা
- বাথরুমের বালতিতে উপুড় হয়ে পড়ে শিশু আফিফার মৃত্যু
- সমমনা জোটের সঙ্গে বিকেলে বিএনপির বৈঠক
- সাগরে লঘুচাপ, আরও ঘণীভূত হওয়ার শঙ্কা
- নওগাঁর সাবেক এমপি সামসুল আলম আর নেই

ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্টের বাসভনের পাশে রকেট হামলা

আফগানিস্তানে আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন ঈদের নামাজ পড়ার সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। সূত্র, আল জাজিরা।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েকবার বিস্ফোরণের শব্দ হলেও নামাজ ত্যাগ করেননি আফগান প্রেসিডেন্ট। স্থানীয় সময় সকাল আটটায় রকেট হামলা চালানো হয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বলেছেন, ‘আজ কাবুল শহরের বিভিন্ন জায়গায় শত্রুরা রকেট হামলা চালিয়েছে। ভিন্ন তিনটি জায়গায় রকেট আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ হতাহত হয়নি। আমাদের টিম ঘটনার তদন্ত করছে।’
দেশটিতে প্রেসিডেন্টের বাসভবনকে লক্ষ্য করে এর আগেও হামলা চালানো হয়েছে। এর আগের হামলাটি সংঘটিত হয়েছিল গত ডিসেম্বরে। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সৈন্য প্রত্যাহার করতে নিতে চায়। তার আগে দেশটিতে তালেবানের তৎপরতা বেড়েছে। তারা একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে। তারই মধ্যে ঈদের দিন এই হামলার ঘটনা ঘটল।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: