ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

সৌদিতে এবার হজ্জে খুতবা পড়বেন শায়েখ ড. বান্দার বালিলা

19 July 2021, 10:26:39

হজ ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ঈসায়ীর আরাফার ময়দানে খুতবা প্রদানের জন্য নিযুক্ত শায়েখ ড. বান্দার বালিলার সংক্ষিপ্ত জীবনী। খাদেম হারামাইন শরিফাইন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ রাজকীয় এক ফরমানে শায়েখ ড. বান্দার বালিলাকে এই নিযুক্তি প্রদান করেন।

তার জন্ম: ১৯৭৫ ঈসায়ীতে মক্কা মুকাররামায়। শিক্ষা জীবন: প্রাথমিক লেখাপড়া মক্কা মুকাররামায়ই সমাপ্ত করেন এবং মক্কার বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি উম্মুল কুরা থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর একই ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনশাস্ত্র নিয়ে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন।

অতঃপর বিশ্ববিখ্যাত মদিনা ইসলামি ইউনিভার্সিটির শরীয়া অনুষদ থেকে আইনশাস্ত্র নিয়ে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবন: ২০১৩ ঈসায়ী থেকে মসজিদ আল-হারামে মাহে রামাযানে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তায়েফ ইউনিভার্সিটিতে সহকারী প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ ঈসায়ী মোতাবেক ১৪৪১ হিজরীর সফর মাস থেকে মসজিদ আল-হারামে খতিব হিসেবে দায়ীত্ব পান। ২০২০ ঈসায়ী মোতাবেক ১৪৪২ হিজরীর রবিউল আউয়াল মাসে সৌদী আরবের সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য হিসেবে মনোনিত হন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: