Sunday 7 December, 2025

For Advertisement

পাকিস্তানে চীনা ইঞ্জিনিয়ারবাহী বাসে হামলা, নিহত ১৩

14 July, 2021 7:45:01

পাকিস্তানের উত্তরাঞ্চলে চীনা ইঞ্জিনিয়ার বহনকারী একটি বাসে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এতে দুই পাকিস্তানি সেনাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের নয়জন চীনের নাগরিক।খবর রয়টার্স, আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে খায়বার পাখতুনতিয়া প্রদেশের কোহিস্তানে ওই হামলা হয়। পাকিস্তান সরকার হামলার ঘটনা অস্বীকার করে যান্ত্রিক বিস্ফোরণ বলে আখ্যা দিয়েছে।

খবরে জানানো হয়, বাসটি কয়েক ডজন যাত্রী নিয়ে কোহিস্তানের একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাচ্ছিল। চীনা ইঞ্জিনিয়াররা সে প্রকল্পে কাজ করতেন। বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

রয়টার্স জানায়, বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, না কি বাসের মধ্যেই ছিল, তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আল-জাজিরাকে বলা হয়েছে, এটি কোনো হামলা নয়। যান্ত্রিক ত্রুটি কিংবা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।

তবে, বিস্ফোরণটিকে হামলা হিসেবে অভিহিত করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব চীন এবং আরব সাগরে পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এতে যেসব নির্মাণ প্রকল্প রয়েছে তাতে বহু চীনা কর্মী কাজ করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore