ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

লকডাউনে নতুন নির্দেশনা পশ্চিমবঙ্গে

1 July 2021, 9:43:16

লকডাউনে নতুন নির্দেশনা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি দেশটিতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তবে সেখানে শিথিল করা হয়েছে কিছু বিধিনিষেধ। মমতার রাজ্যটিতে চলছে টিকাদান কর্মসূচি। তবে ভুয়া ভ্যাকসিনকাণ্ডে কিছুটা বিব্রত মমতা সরকার।

এর আগে পশ্চিমবঙ্গ রাজ্যে মমতার প্রশাসন গত ১৬ মে থেকে সেখানে পূর্ণাঙ্গ লকডাউন দেয় । সে সময় রাজ্যজুড়ে প্রতিদিন সংক্রমণ ছিল ২০ হাজারের বেশি। আর মৃত্যুর হার ছিল শতাধিক।

এর আগে কঠোর লকডাউনের কারণে এক মাসে কমতে থাকে করোনা সংক্রমণের হার। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় ১৫ জুন থেকে রাজ্যটিতে কিছুটা শিথিল করা হয় লকডাউন।

পশ্চিমবঙ্গে দোকানপাট খোলার সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। তবে সেখানে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। এদিকে আজ ১ জুলাই থেকে নতুন নিয়মে চলতে পারবে বাস, অটো ও রিকশা। এছাড়া অফিসের ৫০ শতাংশ কর্মী দিয়ে বেসরকারি সংস্থাও খোলা যাবে বলে জানানো হয়।

তবে পশ্চিমবঙ্গে মেট্রো ও লোকাল ট্রেন আগের মতোই বন্ধ থাকছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: