ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ২, আহত ১৫

29 June 2021, 10:29:15

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে আলাদা দুটি গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে্ন আরও অন্তত ১৫ জন। গতকাল সোমবার (২৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে শিকাগো পুলিশ। খবর সিএনএন।

পুলিশ জানায়, ঘটনাটি গত রবিবারের। স্থানীয় সময় রাত ৯টার দিকে সাউথ শোর এলাকায় একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে একজন। এতে নিহত হয় এক নারী। আহত হয় ১৫ বছর বয়সী এক কিশোরসহ ৪ ব্যক্তি। হতাহত সবাই এসময় রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিলো। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া রাত ১১টার দিকে শিকাগোর মার্কেট পার্ক এলাকায় ঘটে আরও একটি এলাপাতাড়ি গোলাগুলির ঘটনা। যাতে নিহত হয়েছেন এক নারী। আহত হয়েছে অন্তত ৮ ব্যক্তি। গোলাগুলির ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি। এতে আহত হয় আরও ২ জন।

এ নিয়ে গত এক সপ্তাহে শিকাগোতে এলোপাতাড়ি গোলাগুলিতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। আহত হয়েছে আরও ৭৪ জন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: