- ব্যর্থ বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে: কাদের
- মানিকগঞ্জে জেলা পরিষদের জায়গায় অবৈধ মার্কেট অপসারণের নির্দেশ
- একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার মারা গেছেন
- ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
- আগামী শিক্ষাবর্ষে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা
- বিদেশি পরামর্শক নিয়োগ কমানোসহ যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- বলিউডের হিট ছবির নায়িকা এখন সন্ন্যাসী!
- রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
- পাকিস্তানে হামলায় ইমাম-পিটিআই নেতাসহ নিহত ৯
- পর্তুগালে দেয়াল ধসে দুই বাংলাদেশি নিহত

মজাদার চিকেন টিক্কা

ছুটির দিনটা কাটুক মজাদার খাবারের রেসিপিতে। অনেকেই হয়তো কর্মব্যস্ত থাকায় বাইরে থেকেই বেশিরভাগ সময় চিকেন টিক্কা কিনে খান। তবে রেসিপিটি ঘরে তৈরি করাটাও বেশ সহজ। যদি ঘরে ওভেন না থাকে, তবে ফ্রাইপ্যানেও তৈরি করে নিতে পারবেন মজাদার চিকেন টিক্কা।
চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন টিক্কার রেসিপি-
উপকরণ:
১. হাড় ছাড়া ১ কেজি মুরগির মাংস
২. লাল ক্যাপসিকাম
৩. আধা টেবিল চামচ রসুন বাটা
৪. চাট মশলা ১ চা চামচ
৫. সবুজ ক্যাপসিকাম একটির অর্ধেক
৬. সরিষার তেল ৩ টেবিল চামচ
৭. গুঁড়া হলুদ দুই চিমটি
৮. লেবুর রস ২ টেবিল চামচ
৯. লবণ প্রয়োজনমতো
১০. টকদই ২ টেবিল চামচ
১১. ধনিয়া গুঁড়া আধা চা চামচ
১২. আদা বাটা আধা টেবিল চামচ
১৩. বেসন আধা টেবিল চামচ
১৪. অর্ধেক পেঁয়াজ বড় করে কাটা
১৫. কাসুরি মেথি গুঁড়া আধা টেবিল চামচ
১৬. মরিচ গুঁড়া ১ চা চামচ
১৭. কালো মরিচ গুঁড়া ১ চিমটি
১৮. গরম মশলার গুঁড়া ১ চা চামচ
১৯. টমেটো।
পদ্ধতি: প্রথম হাড়ছাড়া মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর মেরিনেটের জন্য একটি বড় পাত্রে দই, লেবুর রস, রসুন, আদা, লবণ, গরম মশলা, মরিচের গুঁড়া, কালো মরিচের গুঁড়া, কাসুরি মেথি গুঁড়া এবং হলুদ মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন।
এরপর মুরগির মাংসগুলো এ মশলার মিশ্রণে ভালোভাবে মাখিয়ে নিন। তারপর সরিষার তেল, বেসন ও চাট মশলা দিয়ে আবারো কিছুক্ষণ মাংস মাখিয়ে নিন। মাংসের পাত্রটি ঢেকে ফ্রিজে রাখুন অন্তত ৩ ঘণ্টার জন্য।
এবার শিকে বা শাসলিক কাঠি দিয়ে মেরিনেট করা মুরগির টুকরো, টমেটো, লাল-সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়ে নিন। দুইভাবে করতে পারেন টিক্কা কাবাব। ওভেনে কিংবা গ্যাসের চুলায়।
ওভেনের জন্য প্রথমে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে নিন ওভেন। এরপর মাংসের শিকটি ওভেনে রেখে সোনালি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়েছে কি-না পরীক্ষা করে এরপর নামিয়ে ফেলুন।
গ্যাসের চুলার জন্য এক্ষেত্রে একটি প্যানে তেল বা ঘি ব্রাশ করে গরম করে নিন। তারপর মাংসভর্তি শাসলিক কাঠি রেখে প্রতিটি পাশ ঘুরিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। এরপর নামিয়ে উপরে লেবুর রস ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন চিকেন টিক্কা। শীতের বিকেলে বা সন্ধ্যার আড্ডায় বেশ জমে যাবে ধোঁয়া ওঠা চিকেন টিক্কা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: