- একনেক সভায় ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
- মাত্র ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট
- চিরতরুণ থাকতে আজই বদলান এই ৪ অভ্যাস
- হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা
- শাকিব খানের সিনেমায় জ্যাকি শ্রফ
- নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত
- ৫ মামলায় হাইকোর্টে সাবেক মেয়র আইভীর জামিন
- গাজায় ৮০০ বছরের পুরনো স্কুলে ফের শিক্ষার আলো
- ডিএমপির ৫ এডিসিকে বদলি
- স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা
শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
তের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান ধরনের আইটেম। আজকের আয়োজনটাও সেরকমই একটা আইটেম নিয়ে- ‘মূলার কোফতা’! না, না! মূলার নাম শুনে একদম মুখ কুচকাবেন না! আরে আগে খেয়ে তো দেখুন!
মূলার কোফতা প্রস্তুতে উপকরণ
১/২ কেজি মূলা, ছোট টুকরা করা
১ টে.চা. কুড়ানো নারকেল
১/২ টে.চা. বাদাম
২ টে.চা. বেসন
১ চা চামচ গরম মশলা
২ টা লাল মরিচ
১ টি কাচা মরিচ, কুঁচি করা
১ টি কুঁচি করা পেঁয়াজ
১ টে.চা. ধনে পাতা কুঁচি
লবণ, স্বাদমত
তেল (ডিপ ফ্রাই-এর জন্য)
গ্রেভির জন্য
৪টা লাল মরিচ, গ্রাইন্ড করা
১ চা চামচ রসুন বাটা
১ চা চামচ ধনিয়া গুঁড়া
১/২ চা চামচ হলুদ
৩ টি পেঁয়াজ, বড় টুকরা করা
২ টে চামচ পেঁয়াজ বাটা
১.৫ টে.চা. তেল
১২৫ মিলি টক দই
১ চা চামচ গরম মশলা
৪টি এলাচি
১ চা চামচ আদা কুঁচি
১/২ কাপ পানি
মূলার কোফতা প্রস্তুত প্রণালী
১) একটি পাত্রে পানি নিয়ে তাতে মূলার টুকরাগুলো সেদ্ধ করুন। সেদ্ধ করার পর গ্রাইন্ড করুন। একটি বাটিতে তুলে রাখুন।২) নারকেল, বাদাম, গরম মশলা, বেসন এবং লাল মরিচ একসাথে গ্রাইন্ড করুন।
৩) কুঁচি করা কাচা মরিচ, পেঁয়াজ ও ধনে পাতা এবং লবণ মূলার সাথে ভালো করে মেশান। ছোট ছোট গোল গোল কোফতা বল তৈরি করুন এবং গরম তেলে সোনালী করে ভাঁজুন।
৪) এবার, গ্রাইন্ড করা লাল মরিচ, লবণ, রসুন, ধনিয়া গুঁড়া এবং হলুদ একসাথে ভালো করে মেশান।
৫) একটি পাত্রে ১.৫ টে.চা. তেলে বড় পেঁয়াজ কুঁচি ও পেঁয়াজ বাটা দিয়ে তাতে এ মিশ্রণটি মিশিয়ে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন। এরপর দই, গরম মশলা, এলাচি এবং আদা কুঁচি দিন। ভালো করে নেড়ে ১/২ কাপ পানি ঢালুন। এবার মৃদু আঁচে আরও ৩ মিনিট রান্না করুন।
৬) কোফতা বলগুলো এতে দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।
ব্যস! মজাদার মূলার কোফতা তৈরি! এবার গরম গরম পরিবেশন করুন।
ছবি- সংগৃহীত
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: