ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

রুই মাছের রেজালা

14 October 2021, 5:40:21

চলছে পুজার মৌসুম। সনাতন ধর্মের অনুসারীরা পুজার এই সময়ে রসনা বিলাস করেন। নবমীর এই দিনে জেনে নিন রুই মাছের রেজালা তৈরির রেসিপি।

উপকরণ

রুই মাছ বড় ৮ টুকরা

ঘি ও সয়াবিন তেল একসঙ্গে ৪ টেবিল চামচ

টক দই এক কাপ,

পিঁয়াজবাটা আধা কাপ

আদাবাটা ১ চা-চামচ

লবঙ্গ ৬টি

তেজপাতা ২টি

শুকনো লঙ্কা ৭-৮টি

গোলমরিচ ৬টি

বড় পিঁয়াজ ২টি,

লবণ স্বাদমতো

চিনি স্বাদমতো

জায়ফল গুড়া সামান্য

প্রণালি

টক দই ফেটিয়ে তার সঙ্গে পিঁয়াজ, আদা, কাঁচা মরিচ মিশিয়ে নিন। মাছ হালকা করে ভেজে ৪৫ মিনিট মতো দইয়ে ভিজিয়ে রাখুন। কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গরম মশলা, তেজপাতা ও শুকনা মরিচের ফোড়ন দিন। ফোড়ন হয়ে গেলে আস্ত গোলমরিচ ও কাটা পিঁয়াজ দিন। পিঁয়াজে লালচে রং এলে মাছগুলো তুলে নিয়ে ফেটিয়ে রাখা দই দিয়ে ভাল করে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে মাছ দিয়ে দিন। তারপর স্বাদমতো লবণ ও চিনি দিয়ে সামান্য গরম পানি দিতে পারেন। মাছের ঝোল এতে গাঢ় হবে। নামানোর আগে জায়ফল গুড়া দিতে হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: