- পালিয়ে দিল্লি গেলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল
- সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর: ড. ইউনূস
- আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২৫ হাজার কোটি টাকা
- শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
- সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
- শেরপুরে বন্যায় ৮ জনের প্রাণহানি
মাছের ডিম দিয়ে কচুর লতি
কচু মুখে ধরে বলে অনেকেই খেতে চায় না বা পছন্দ করে না। কিন্তু কচুর লতিতে রয়েছে কচুর লতিতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’, যা সংক্রামক রোগ থেকে শরীরকে রক্ষা করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী। ভিটামিন ‘সি’চর্মরোগ প্রতিরোধে কাজ করে। ওজন কমানোর জন্য কচুর লতি খাওয়া ভালো।
কচুর লতি বিভিন্নভাবে রান্না করা যেতে পারে। স্বাভাবিকভাবে রান্না করলে হয়তো ভালো লাগবে না। তাই আপনি চাইলে বড় কোন মাছের ডিম দিয়ে রান্না করতে পারেন। এতে খেতেও খুব সুস্বাদু লাগবে। শিশুরা মাছের ডিম খেতে ভালোবাসে। কিন্তু কচুর লতি খেতে চায় না। তখন একসঙ্গে দুটো রান্না করলে দেখেবেন খেয়ে নিবে খুব সহজেই।
এর রেসিপি একুশে টিভি অনলাইনে দেওয়া হলো-
উপকরণ :
১) কচুর লতি ২৫০ গ্রাম।
২) বড় মাছের ডিম।
৩) পিঁয়াজ কুচি ও বাটা।
৪) রসুন বাটা।
৫) নারকেল কোরা (দিলেও হবে, না দিলেও হবে)।
৬) পাঁচফোড়ন।
৭) হলুদ গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া।
৮) লেবুর রস এক চামচ।
৯) কয়েকটি কাঁচা মরিচ ফালি।
১০) লবণ স্বাদমতো।
প্রণালি :
প্রথমে কচুর লতি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর লবণ ও হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে। এতে মুখে কম ধরবে। এখন একটি কড়াইতে তেল গরম করে পিঁয়াজ কুচি ও কাঁচা মরিচের ফালি দিয়ে ভেজে নিন। এরপর সব মসলা দিয়ে কষে নিন। এখন একটু পানি দিন। এরপর মাছের ডিম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। কষা হয়ে গেলে সিদ্ধ করে নেওয়া কচুর লতি ঢেলে দিন। পরিমাণ মতো লবণ দিয়ে নিন। একটু নেড়ে স্বাদযুক্তের জন্য এর ওপরে নারকেল কুচি ছিটিয়ে দিতে পারেন। এরপর লেবুর রস এক চামচ দিয়ে দিন। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনার মাধ্যমে ঢেকে দিন। একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলুন। বেশি গরমে পরিবেশন করবেন না। কচু একটু ঠাণ্ডা করেই খাওয়া ভালো। এতে মুখে ধরার সম্ভাবনা থাকবে না।
তথ্যসূত্র : রান্নার রেসিপি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: