ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

লাইশাক দিয়ে টাকি মাছ

6 August 2021, 9:21:12

লাই শাক দিকে টাকি মাছ বা ভেড়া মাছের চাটনি আমাদের সিলেটে খুবই জনপ্রিয় খাবার। বিশেষ করে গ্রামাঞ্চলে খুবই প্রসিদ্ধ। শীতের দিনে মাছ ধরতে গেলে টাকি মাছ পেলে মাকে বলতাম লাই পাতা দিয়ে চাটনি করবার জন্য। সেই স্বাদ আর লাই পাতার সুগন্ধ আজো লেগে আছে নাকেমুখে।

প্রবাসে টাকি মাছ তেমন একটা পাওয়া যায়না। বাংলাদেশ থেকে খুব কমই আসে। বেশিরভাগই মেকরিল মাছ দিয়ে খাওয়া হয়। মেকরিল মাছের চাটনি আগের রেসিপিতে দেয়া আছে, একই রকমের। আজ দেখে নিন টাকি মাছের চাটনি।

উপকরণঃ–

টাকি মাছ/ভেড়া মাছ/মেকরিল মাছ ২টি

তেল ২টেবিল চামচ

পেঁয়াজ কুচি দুইটা মিডিয়ম সাইজের।

৩/৪ কড়া রসুন কুচি

৫/৬টি কাঁচামরিচ কুচি করে কাটা অথবা শুকনো মরিচ ভেজে আধা গুঁড়ো করে নেয়া

এবং লবন পরিমাণমতো।

কিভাবে তৈরি করবেনঃ-

প্রথমে মাছ গুলোকে একটা তাওয়াতে ভেজে অথবা অভেনে গ্রিল করে নিবেন। ভাজা হয়ে যাবার পর ঠাণ্ডা করে মাছের কাঁটা বেছে নিন।

এবার প্যানে তেল গরম করে রসুন কুচি ছেড়ে দিন। রসুন বাদামী রঙের হয়ে আসলে পিয়াজ কুচি এবং লবন ছেড়ে দিয়ে পেঁয়াজ বাদামী রঙ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামী এবং কিছুটা নরম হয়ে আসলে লাই পাতা ও মাছ একসাথে ছেড়ে দিন। ভালকরে নেড়ে ১০ মিনিটের জন্য ঢেকে স্লো ফ্লেইমে রেখে দিন। ১০ মিনিট পর আবার নেড়ে ৫মিনিটের জন্য ঢেকে রাখুন। ব্যাস রেডি হয়ে গেল আপনার লাই পাতা দিয়ে টাকি মাছের চাটানি।

ভাতের সাথে সাইটডিশ হিসাবে পরিবেশন করুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: