Saturday 27 April, 2024

For Advertisement

নয়াপল্টনের অলিগলিতে ব্যারিকেড, চেক করা হচ্ছে মোবাইল

9 December, 2022 2:20:16

আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বিএনপি ঘোষিত গণসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনজুড়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলিস্তান ও নয়াপল্টনের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়া বিএনপির কার্যালয় সংলগ্ন নয়াপল্টন থেকে ফকিরাপুল রাস্তা বন্ধ করে অবস্থান রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৯ ডিসেম্বর) নয়াপল্টন এলাকায় দেখা যায়, নয়াপল্টন এলাকায় প্রবেশে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেহজনক কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। চেক করছে মোবাইলফোনও।এছাড়া অলিগলিতে বেরিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপির কার্যালয় সংলগ্ন পুরো এলাকার দোকান-পাট, মার্কেটও বন্ধ রয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টারের ইনস্পেকটর মোহাম্মদ আরমান হোসেন জানান, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর। মানুষের জানমাল নিরাপত্তায় আমরা আছি। এছাড়া যানবাহন চলাচল সীমিত হলেও জরুরি প্রয়োজনে মানুষকে যেতে দেওয়া হচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore