Saturday 20 April, 2024

For Advertisement

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্তে রেকর্ড

6 July, 2021 5:35:42

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের শরীরে, যা একদিনে শনাক্তের রেকর্ড। এছাড়া একই সময়ে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে বিভাগে প্রাণহানির সংখ্যা ১৩শ ছাড়াল।

গত সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর শনাক্তের সেই রেকর্ড ভেঙে ১৮৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৯ জনের। এছাড়া বাগেরহাটে ১২৭ জনের, সাতক্ষীরায় ১১৩ জনের, যশোরে ২৭৯ জনের, নড়াইলে ৭৩ জনের, মাগুরায় ৪৭ জনের, ঝিনাইদহে ২৩০ জনের, কুষ্টিয়ায় ৪৩১ জনের, চুয়াডাঙ্গায় ১৪০ জনের, মেহেরপুরে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore