ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

জন্মদিনে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন

16 June 2021, 6:07:01

বিধানসভা ভোটে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত ৬ মে মানিকতলা থানায় তার বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে বাংলা সিটিজেন্স ফোরাম। এ মামলায় বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

১১ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, তদন্তের প্রয়োজনে পুলিশ মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশের পর দু’দিন আগে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের জন্য তলব করে মানিকতলা থানার পুলিশ। বুধবার সকাল ১০ টায় হাজির হতে বলা হয় তাকে।

মামলার এজাহারে বলা হয়, মিঠুনের ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গে সন্ত্রাস শুরু হয়েছে। মৃত্যু হয়েছে অনেকের। এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা মামলার শুনানিতে জানতে চেয়েছিল শিয়ালদহ আদালত।

আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। সেদিনই এভাবে জিজ্ঞাসাবাদ কার্যত পুরস্কার বলে কটাক্ষ করেছেন অনেকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: