Thursday 25 April, 2024

For Advertisement

আবারও লকডাউনে মালয়েশিয়া

28 May, 2021 10:01:47

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ থেকে ১৪ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকার কথা জানানো হয়। এর আগে ৭ জুন পর্যন্ত এমসিও ঘোষণা করেছিল সরকার।

শুক্রবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই এ সিদ্ধান্ত এল। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাঁত বাদে সবকিছুই বন্ধ থাকবে।

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ হাজার ৫৫২ জন।

এদিকে একদিনে রেকর্ড করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore