Saturday 27 April, 2024

For Advertisement

ভারতে একদিনে সর্বোচ্চ প্রাণহানি, মৃত্যু ৩ লাখ ছাড়াল

24 May, 2021 10:21:46

করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত একদিনে দেশটি মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড গড়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬৭ হাজারের বেশি মানুষ। ভারতে করোনার পাশাপাশি নতুন মহামারি হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস রোগ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে গত একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৫। একদিনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জন।

ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৮৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন।

করোনার ভয়াবহতায় ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা। কয়েকটি রাজ্যে অক্সিজেন ও নানা চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

নদীতে ভাসতে দেখা গেছে শত শত লাশ। নদীর পাড়ের বালুচরে মিলেছে হাজার হাজার পোঁতা লাশ। এটির ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি ও পরিবেশ দূষণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নতুন করে ভারতে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস নামের এক রোগ। এটি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে দেশটি এই রোগকে নতুন মহামারি হিসেবে ঘোষণা করেছে। এর পাশপাশি অনেকের দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস রোগ। এটি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৬৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৭৮ হাজার ২৪০ জনে।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৭৮ হাজার ৪ জন। এতে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ২১৩ জনে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore