Friday 19 April, 2024

For Advertisement

নিউ ইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

21 May, 2021 5:59:43

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে নিউ ইয়র্কের ম্যানহাটনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ মে সংঘর্ষের ঘটনা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে।

সেই ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের সমর্থকদের থামানোর চেষ্টা করছেন পুলিশ। এ সময় কেউ কেউ পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন।

‘ফ্রি প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেট ভবনের সামনে কয়েক শ মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যান তারা। এ সময় ‘গাজা, গাজা আপনি কাঁদবেন না, আমরা আপনাকে কখনো মরতে দেব না’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীর।

একপর্যায়ে ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ।

সূত্র : ইনডিপেনডেন্ট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore