Friday 26 April, 2024

For Advertisement

করোনা আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী

9 March, 2021 5:44:11

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা আল আসাদ। সোমবার (৮ মার্চ) প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (সিরিয়ান আরব নিউজ এজেন্সি) জানিয়েছে, সিরীয় প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি দুজনের শরীরেই মৃদু উপসর্গ ছিল। পরে তাদের পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

প্রেসিডেন্ট ও তার স্ত্রী শারীরিকভাবে ভালো অবস্থায় রয়েছেন এবং বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থাতেই দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। সিরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ৫৫ বছর বয়সী আসাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ও তার স্ত্রী আগামী দুই-তিন সপ্তাহ বাড়িতে আইসোলেশনে থাকবেন। তবে তারা করোনায় আক্রান্ত হওয়ার কোনও ধরনের প্রমাণ গণমাধ্যমের কাছে উপস্থাপন করা হয়নি। বার্তা সংস্থা সানায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস থেকে সিরিয়াসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা ও সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট আসাদ। এছাড়া সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সকল নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

মহামারী শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সংক্রমণের সংখ্যা ১৫ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে এবং করোনাভাইরাসজনিত রোগে মৃত্যু হয়েছে ১০৬৩ জনের। দেশটিতে এক দশক ধরে চলা যুদ্ধে অন্তত তিন লাখ ৮০ হাজার লোকের মৃত্যু হয়েছে এবং জনংসংখ্যার অর্ধেক ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় যাদের অন্তত ৬০ লাখ বিদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore