Friday 26 April, 2024

For Advertisement

গুজরাটে বিজেপির রেকর্ড জয়ের ইঙ্গিত

6 December, 2022 11:01:52

গুজরাট বিধানসভার নির্বাচনে সোমবার দ্বিতীয় দফা ভোটের পর বুথফেরত সমীক্ষায় দেখা গেছে ক্ষমতাসীন দল বিজেপি রেকর্ড জয়ের পথে।প্রথম দফা নির্বাচনের পরই এটি আঁচ করা যাচ্ছিল। সোমবার শেষ দফার ভোটগ্রহণের পর বিভিন্ন সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষা বলছে, গুজরাটে চমক কিছু নেই।

অনায়াসেই নিজেদের প্রাধান্য ধরে রাখছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। শুধু তাই নয়, ৩৭ বছরের প্রথা ভেঙে হিমাচল প্রদেশেও বিজেপি ক্ষমতা ধরে রাখতে চলেছে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষার পূর্বাভাস পাওয়া গেছে।

১৮২ আসনের গুজরাট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ৯২ আসন। বিজেপি নেতারা দাবি করছেন, পদ্ম-শিবির দেড়শর বেশি আসন পাবে।

কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) ভোট কাটাকাটির জেরে বিজেপি গুজরাটে সবচেয়ে ভালো ফল করতে পারে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে।

এবার দক্ষিণ গুজরাট, আমদাবাদ-গান্ধীনগর, উত্তর গুজরাট ও কচ্ছের পাশাপাশি কংগ্রেসের ‘শক্ত ঘাঁটি’। সৌরাষ্ট্রেও বিজেপি বিপুল জয় পাবে বলে জনমত সমীক্ষাগুলো ইঙ্গিত দিয়েছে।

তবে শেষ পর্যন্ত আপকে পেছনে ফেলে কংগ্রেসই দ্বিতীয় স্থানে থাকবে বলে বিভিন্ন বুথফেরত সমীক্ষা ভবিষ্যদ্বাণী করেছে।

যদিও ভোটে এ ধরনের বুথফেরত সমীক্ষার ফল সবসময় যে সঠিক হয়, তা নয়। আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোট গণনার দিনেই আসল ফল জানা যাবে।

এর আগে ২০০২ সালের দাঙ্গাপরবর্তী বিধানসভা ভোটে বিজেপি ১২৭ আসনে জিতেছিল। সেটিই এখন পর্যন্ত মোদি-শাহের দলের সবচেয়ে ভালো ফল।

অন্যদিকে, ২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাটে ৯৯ আসনে জিতে টানা পঞ্চমবারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি।

কিন্তু ১৯৯০ সালের পর সেটিই ছিল বিজেপির সবচেয়ে কম আসনপ্রাপ্তি। অন্যদিকে ২০১৭ সালের বিধানসভা ভোটে ৭৭ আসনে জিতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেককেই চমকে দিয়েছিল কংগ্রেস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore