Wednesday 24 April, 2024

For Advertisement

পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

26 September, 2022 12:29:33

দুই মেয়াদে পাকিস্তান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মিফতাহ ইসমাইল মৌখিকভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত জানিয়েছেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) একটি টুইট বার্তায় তিনি এমনটি জানান। মিফতাহ ও এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে রয়েছেন এবং আগামী সপ্তাহের শুরুতে তারা পাকিস্তানে ফিরবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন মিফতাহ ইসমাইল।

মিফতাহ ইসমাইল টুইট বার্তায় জানিয়েছেন, ‘নওয়াজ শরীফ এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব। দুইবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা গর্বের বিষয়।’

প্রসঙ্গত, এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতি খুবই খারাপ চলছে। সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই মধ্যেই পদত্যাগ করার ঘোষণা দিলেন মিফতাহ ইসমাইল। সূত্র – এনডিটিভি

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore