Wednesday 24 April, 2024

For Advertisement

অনুমতি পেয়েও যে কারণে সভা বাতিল হল ওয়াইসির

7 April, 2021 5:58:04

প্রশাসনের অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির দুটি সভা বাতিলের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ও ভরতপুরে দুটি পৃথক সভা করার কথা ছিল ওয়াইসির। কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন সভা করার অনুমতি দিলেও হেলিপ্যাড ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়েই বাতিল করা হয় সভা দু’টি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদসহ চার জেলায় প্রার্থী ঘোষণা করেছে হায়দরাবাদ কেন্দ্রিক রাজনৈতিক দল মিম। বিহারে ভোটে সাফল্য পাওয়ার পরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

এ ব্যাপারে প্রথমে আব্বাস সিদ্দিকির সঙ্গে একসঙ্গে ভোটে লড়ার কথা হয়েছিল ওয়াইসির। পরে আব্বাস নিজের দল নিয়ে বাম-কংগ্রেস জোটে যোগ দেওয়ায় পশ্চিমবঙ্গে মিম-এর ভোটে লড়া কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে দলের মধ্যে ক্ষোভও দেখা দেয়।

এরই মধ্যে মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোটের দিন পশ্চিমবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে তারা। সেই সঙ্গে জানানো হয় প্রার্থীদের সমর্থনে তাদের কেন্দ্রে গিয়ে প্রচার করবেন দলের প্রধান ওয়াইসি।

সে অনুযায়ী বুধবার দুপুরে ভরতপুর বিধানসভা কেন্দ্রে এবং জলঙ্গী ব্লক মোড়ে সভা করার কথা ছিল ওয়াইসির।

মুর্শিদাবাদে মিমের কো অডিনেটর আসাদুল শেখের অভিযোগ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারাই সভা করতে দেয়নি। হেলিপ্যাডের অনুমোদন না পাওয়াতেই বাধ্য হয়ে সভা বাতিল করতে হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore