ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড লক্ষাধিক করোনা আক্রান্ত

5 April 2021, 11:49:10

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে যেটা বিশ্বে দ্বিতীয়। এর আগে যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখের অধিক করোনা আক্রান্তের রেকর্ড ছিল।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ তিন হাজার ৫৫৮ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৫৯ হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬৫ হাজার ১০১ জন।

এর গত গত বছরের সেপ্টেম্বরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯০ হাজারের ওপরে। গত বছর সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৯৮ হাজার। যদিও জানুয়ারি আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছিল।

রবিবার ২৪ ঘন্টায় যত সংখ্যক আক্রান্ত হয়েছে তার অর্ধেক আক্রান্ত হয়েছে পশ্চিম রাজ্য মহারাষ্ট্র এবং ভারতে অর্থনৈতিক রাজধানী মুম্বাই।

মহারাষ্ট্র রাজ্য সরকার গতকাল থেকে নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। এই রাজ্যে করোনা সংক্রমণের বিস্তার কমাতে নৈশকালীন কারফিউ এবং সপ্তাহান্তিক লকডাউন ঘোষণা করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: