Friday 26 April, 2024

For Advertisement

আসামে মোদির সভার আগে বিপুল অস্ত্র উদ্ধার

30 March, 2021 5:36:06

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভার আগে আসামে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এ ঘটনার পর রাজ্যটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মোদির সফর চলাকালীন যাতে কোনও রকম নাশকতার ঘটনা না ঘটে সে দিকে নজর রাখছে প্রশাসন।

খবরে বলা হয়, ১ এপ্রিল আসামের কোকরাঝাড়ে জনসভা করবেন নরেন্দ্র মোদি। তার আগে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেখানে গোঁসাইগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্র।

আসাম পুলিশের সিনিয়র কর্মকর্তা এল আর বিষ্ণোই বলেন, তল্লাশি অভিযান চলাকালীন আমরা তিনটি এ কে ৫৬ রাইফেল, সেগুলোর ম্যাগাজিন ও ১৫৭ রাউন্ড বুলেট উদ্ধার করেছি। এখনও তল্লাশি চলছে।

বিষ্ণু আরও বলেন, ১ এপ্রিল কোকরাঝাড়ে প্রধানমন্ত্রীর আসার কথা। সে জন্য পুরো জেলাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গলের মধ্যে কোনো বড় নাশকতার ছক কষা হয়েছিল।

পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আসামেও শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সেখানে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে।

পশ্চিমবঙ্গের মতো আসামেও একাধিক জনসভা করছেন মোদি। তার মধ্যেই এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও তৎপরতা বাড়িয়েছে পুলিশ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore