Thursday 25 April, 2024

For Advertisement

পশ্চিমবঙ্গে নির্বাচন: ঘাসফুলে বোতাম টিপলে ভোট পদ্মফুলে!

27 March, 2021 12:27:33

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে। ইভিএমে ভোটপ্রদানের সময় চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। তারা জানিয়েছেন যে, তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসফুলের বোতামে চাপ দিলে ভোট পড়ছে বিজেপির প্রতীক পদ্মফুলে।

পূর্ব মেদেনীপুরের কাঁথি বিধানসভা কেন্দ্রের ৭১ নম্বর বুথ থেকে এমন অভিযোগ ওঠে। এরপরই ওই বুথে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। এখবর দিয়েছে কলকাতা টোয়েন্টিরফোর।

এই ঘটনার পর নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, ইভিএম হ্যাক করে ভোট লুঠ করছে বিজেপি।

খবরে বলা হয়েছে, বুথ থেকে বেরিয়ে কয়েকজন ভোটার জানান, তারা তৃণমূলে ভোট দিলে বিজেপিতে ভোট পড়ছে। ভিভিপ্যাটেও বেরোচ্ছে বিজেপির কাগজ। এরপরই বুথের বাইরে বিক্ষোভ করে তৃণমূল নেতা কর্মীরা।

স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, অমিত শাহ ও শুভেন্দু অধিকারী কারসাজি করে ভোটে কারচুপি করার চেষ্টা করছেন। ইভিএম না বদলালে ভোটগ্রহণ চালু করতে দেবেন না তারা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল হতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। উত্তেজনা থাকায় ভোটগ্রহণ বন্ধ করে দেন প্রিসাইডিং অফিসার।

তবে প্রিসাইডিং অফিসারের দাবি, এই অভিযোগ একেবারেই সঠিক নয়। ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে। ভোটারদের বিক্ষোভ যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতির তৈরি না নয়, সেই জন্যই বাধ্য হয়ে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

গত কয়েক বছরে দেশে ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূলসহ একাধিক রাজনৈতিক দল। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩০টি আসনে চলছে ভোটগ্রহণ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore