ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনার নতুন সংক্রমণ

21 March 2021, 10:44:53

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৭০ ছাড়িয়ে গেছে। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১২৫ জন সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলায় ৯৯ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

গত ৩ দিন ধরেই রাজ্যটিতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। খবর আনন্দবাজার।

শনিবার রাতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনেও সেই প্রবণতাই বজায় থেকেছে।

ওই বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৩৭৩ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে তার মধ্যে ৫ লাখ ৬৬ হাজার ৫৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৩৮০।

কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ছাড়া রাজ্যে হাওড়া (৩৩), দক্ষিণ ২৪ পরগনা (২১) পশ্চিম বর্ধমান (২০) এবং হুগলি (১৮) জেলায় আক্রান্তের দৈনিক পরিসংখ্যান নিয়ে চিন্তিত রাজ্য সরকার।

রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৬ জন। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: