Saturday 20 April, 2024

For Advertisement

তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

20 March, 2021 10:39:12

তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সামিয়া সুলুহু হাসান। শুক্রবার (১৯ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন।

বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় মৃত্যু হয় প্রেসিডেন্ট জন পোমবে মাগুফুলির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। এরপরই সামিয়া হাসান দায়িত্ব পান। ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন সামিয়া। ৬১ বছর বসয়ী এ নারীকে মানুষ ভালোবেসে স্থানীয়ভাবে মামা সামিয়া নামে ডাকেন।

২০০০ সালে তিনি প্রথম আইনপ্রণেতা নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস চেয়ারপারসন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া।

ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলি-ওয়ার্ক জাওডির পরে তিনি আফ্রিকার দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান। আধা স্বায়ত্তশাসিত দ্বীপ জানজাবির থেকে আসা সামিয়া তার ২০ বছরের রাজনৈতিক জীবনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শপথ নেয়ার পর প্রথম ভাষণে সামিয়া হাসান প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুতে ২১ দিনের শোক ঘোষণা করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore