Thursday 28 March, 2024

For Advertisement

তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলি আর নেই

18 March, 2021 10:22:33

আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি আর নেই। তার বয়স হয়েছিল ৬১ বছর।

দেশটির নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক ভাষণে তিনি বলেন, হৃদযন্ত্রের জটিলতায় বুধবার দার-ইস-সালাম হাসপাতালে মারা যান।

বিবিসি জানিয়েছে, দুসপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে।

বিরোধী রাজনীতিকরা গত সপ্তাহে বলেছিলেন, তিনি কোভিড -১৯ চুক্তি করেছিলেন, তবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

মাগুফুলি আফ্রিকার অন্যতম প্রধান করোনভাইরাস নিয়ে সংশয়বাদী ছিলেন এবং এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রার্থনা এবং গরম জলের ভাপ বা ভেষজ ওষুধ ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন।

তানজানিয়ার সংবিধান অনুসারে, ভাইস প্রেসিডেন্ট হাসান নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন এবং মাগুফুলির পাঁচ বছর মেয়াদের বাকি সময় তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। মাগুফুলি গত বছর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

মাগুফুলিকে সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি জনসমক্ষে দেখা গিয়েছিল, তবে প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া গত সপ্তাহে জোর দিয়ে বলেছিলেন, রাষ্ট্রপতি ‘স্বাস্থ্যবান ও কঠোর পরিশ্রমী’।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore