ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

কাঁকরোল ভর্তা

7 July 2021, 1:08:23

কাঁকরোল সবজিটি অনেকেই খেতে চায় না। বিশেষ করে বাচ্চারা তো একদম খেতে চায় না। কাঁকরোলের ভর্তা করে দিন, দেখুন পরিবারের যেসব সদস্যরা এতদিন কাঁকরোল খায় নি তারাই কেমন তৃপ্তি করে খাচ্ছে। সাথে বাচ্চারাও পছন্দ করবে এই খাবারটি।

উপকরণ:

(১) কাঁকরোল ৬টা
(২) বড় আলু একটি
(৩) রুই মাছ ২ টুকরা
(৪) কাঁচা মরিচ ৩-৪ টা (আপনি যেমন ঝাল খাবেন )
(৫) পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
(৬) রসুন কুচি ২ চা-চামচ
(৭) তেল দুই চা-চামচ
(৮) লবণ স্বাদমতো।

প্রণালি:

কাঁকরোলের খোসা ও বিচি ফেলে টুকরা করে নিন। আলু ও কাঁকরোল সেদ্ধ করে নিন। মাছ অল্প ভেজে কাঁটা বেছে নিন। সেদ্ধ কাঁকরোল, আলু, কাঁটা ছাড়ানো মাছ ও মরিচ একসঙ্গে বেটে নিন। একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে তাতে কাঁকরোলের মিশ্রণ দিয়ে একসঙ্গে ভেজে নিন। ঠান্ডা হলে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: