শস্যচিত্রের পর এবার কারাগারের কম্বলচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

17 March 2021, 8:54:37

শস্যচিত্রের পর এবার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কম্বল দিয়ে কারাবন্দীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানালেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বুধবার নিজেদের কম্বল দিয়ে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি বানিয়েছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীরা।

কেন্দ্রীয় কারাগার মাঠে ১০০ জন কারাবন্দী ৭১৪টি কম্বল দিয়ে দুদিনের পরিশ্রমের পরে ২২০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ হাজার ২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানান।

এর আগে মুজিববর্ষে বগুড়ার শেরপুরে ১০০ বিঘা জমির বিশাল ‘ক্যানভাসে’ ফুটিয়ে তোলা হয় জাতির পিতার মুখ, তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র রেকর্ড বুকে স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদকে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।