বগুড়ায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন ছু‌রিকাহত, আহত ১০

15 March 2021, 9:47:00

বগুড়া জেলা যুবদলের ক‌মি‌টি গঠন নি‌য়ে দুই গ্রুপের মধ্যে সংঘে‌র্ষে একজন ছুরিকাহতসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। বিভিন্ন থানা ও পৌর যুবদলের কমিটি গঠন নিয়ে আহবায়ক খাদেমুল ইসলামের সাথে যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা যুবদলের অধীনে থানা ও পৌর যুবদলের ২১টি সাংগঠনিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গত কয়েকদিন আগে। গত তিনদিন ধরে চলছে থানা ও পৌর কমিটির অধীনে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কাজ। সোমবার দুপুরে জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম নেতাকর্মীদের সাথে নিয়ে অফিসে বসে সাংগঠনিক কাজ করছিলেন।

এসময় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনও সেখানে কিছু সময় উপস্থিত ছিলেন। দুপুর দুইটার দিকে জাহাঙ্গীর হোসেন দলীয় কার্যালয় থেকে বের হয়ে যান। এর পাঁচ মিনিট পর যুবদলের জাহাঙ্গীর অনুসারী নেতাকর্মীরা লাঠি শোটা নিয়ে আকস্মিক অফিসে ঢুকে আহবায়ক গ্রুপের নেতাকর্মীদের উপর হামলা চালায়। আহবায়ক গ্রুপের নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাহত হন আহবায়ক গ্রুপের নেতা মেহেদী হাসান বাপ্পী।

এছাড়াও মারপিটে শাহনেওয়াজন সজন, আহসান হাবিব মমি, আমিনুল,সোহেল,সাদ্দাম, রফিক,শাহীনসহ কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পৌছিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহবায়ক গ্রুপের নেতাকর্মীদেরকে পুলিশ অফিস ত্যাগ করতে বললে তারা চলে যান। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) খোরশেদ আলম জানান, পুলিশ অফিসের ভিতরে থাকা নেতাকর্মীদের চলে যেতে বলেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।